Have a Question?
Any kind of questions about us or regarding our institute? We are here to clear your confusions
* IIAST কি এবং এখানে কি কি ডিগ্রি প্রদান করা হয়? *
২০১৫ সালে প্রতিষ্ঠিত ”আইআইএসএসটি” International Institute of Applied Science and Technology সংক্ষেপে “IIAST” বাংলায় ”আইআইএসএসটি” রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। এখানে ৪ ( চার বছর) মেয়াদী ৩ (তিনটি) অনার্স কোর্স বর্তমানে চালু আছে। কোর্স তিনটি হলঃ
i) B.Sc. in Food Science and Technology
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আমাদের প্রতিষ্ঠানটি খুঁজতে নিচের লিংকে ক্লিক করুন (Code No. 401)
* কেন এই প্রতিষ্ঠানে পড়বেন? *
এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশকৃত ছাত্র-ছাত্রীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাবে। অর্থ্যাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাশকৃত ছাত্র/ছাত্রীরা যে সার্টিফিকেট পাবে ঠিক একই সার্টিফিকেট পাবে এই ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এপ্লায়েড সায়েন্স এন্ড টেকনোলজি এর পাশকৃত ছাত্র-ছাত্রীরা। অতএব আপনি ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি হওয়ার সুযোগ না পেয়েও এই প্রতিষ্ঠানে ভর্তি হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট পাওয়ার সুযোগ পাচ্ছেন।
* এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী? *
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রদত্ত ভর্তির যোগ্যতা অনুসরণ করে প্রতিবছর আইআইএএসটি’ রংপুরে ভর্তিকৃত শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রেশন পায়। অর্থাৎ শিক্ষার্থী ভর্তি, সিলেবাস প্রনয়ন, পরীক্ষাগ্রহণ, অনার্সের সাটিফিকেট প্রদানসহ শিক্ষাসংক্রান্ত সকল নীতিনির্ধারণী কার্যক্রম রাজশাহী বিশ্ববিদ্যালয় সরাসরি সম্পাদন করে থাকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ও IIAST, রংপুরে অধ্যয়নরত প্রত্যেকই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষার্থী।
* এই প্রতিষ্ঠানে ভর্তি কৃত শিক্ষার্থী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি
ভর্তিকৃত শিক্ষার্থীদের সার্টিফিকেট এর মধ্যে কোন পার্থক্য আছে কি? *
সার্টিফিকেট এ কার্যত কোন পার্থক্য নাই। শুধূমাত্র মার্কশীটে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে তাদের আবাসিক হলের নাম থাকবে আর আইআইএসএসটি’র শিক্ষার্থীদের ক্ষেত্রে কেন্দ্র হিসেবে আইআইএসএসটি/IIAST লেখা থাকবে। নমুনা সার্টিফিকেট দেখতে এখানে ক্লিক করুন
http://iiast.edu.bd/wp-conte…/uploads/2019/…/certificate.jpg
* পরীক্ষার কেন্দ্র ও প্রশ্নপত্র *
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তিকৃত শিক্ষার্থীরা যে প্রশ্নপ্রত্রে পরীক্ষা দেয় ঠিক একই প্রশ্নপত্রে এবং একই সময়ে আইআইএএসটি’র শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়। আইআইএএসটি’তে অনুষ্ঠিত সকল পরীক্ষা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস নিয়ন্ত্রন করে থাকে। এক্ষেত্রে প্রতিটির পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র নির্ধারিত পরীক্ষার আগে ট্রেজারীর মাধ্যমে আইআইএএসটি’তে আসে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পরিদর্শকের (শিক্ষক) উপস্থিতিতে সকল পরীক্ষার কাযক্রম পরিচালিত হয়।
* এই প্রতিষ্ঠানে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে? *
যেহেতু এটি একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট তাই এই প্রতিষ্ঠানে ভর্তি হতে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতই এইচএসসি (HSC) বা সমমান পাশ যোগত্যা থাকতে হবে। এছাড়া জিপিএ ও পাশের সাল সম্পর্কিত যোগ্যতা দেখতে প্রতিষ্ঠানের ভর্তি সংক্রান্ত পেজ (Admission) এ বিস্তারিত দেখুন অথবা সরাসরি মোবাইল (01750266706, 01973266706) করে বা ইমেইল (iiast.info@gmail.com) করেও জেনে নিতে পারেন।
* কেন এই প্রতিষ্ঠানটি ব্যাতিক্রমধর্মী ? *
এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদ্বারা পরিচালিত। এসব শিক্ষকগণ ইউরোপ, আমেরিকা ও এশিয়ার নামীদামী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী ও গবেষণা করে এসেছেন এবং বর্তমানে ঐসব বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে গবেষণা প্রকল্প পরিচালনা করছেন। যেহেতুএসব শিক্ষকদের দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ ও সম্পর্ক থাকায় এই প্রতিষ্ঠানটি দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে নিজস্ব ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে বিভিন্নভাবে সহযোগীতা করতে পারবেন। যেমনঃ উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো, গবেষণা প্রকল্পে কাজের সুযোগ করে দেয়া, গবেষণার সাথে জড়িত থেকে পাবলিকেশন/পেপার করা যা বৃত্তি নিয়ে বিদেশে উচ্চ শিক্ষার জন্য জরুরী। দেশ ও বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মানসম্পন্ন গবেষণাগারে ট্রেনিং ও ভিজিট এর ব্যবস্থা এবং নিজ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের গবেষণা প্রকল্পে সংশ্লিষ্ট করে বিদেশে যাওয়ার সুযোগ করে দেয়া, ইত্যাদি। গরীব, মেধাবী বা পরিশ্রমী শিক্ষার্থীদের পার্ট -টাইম কাজের সুযোগ করে দেয়া এবং চাকরি পেতে সহযোগিতা করে থাকে এই প্রতিষ্ঠানটি।